Monday, 7 August 2017

নভস্যের কবিতা ৪

Related image

বাদামি অংশ থেকে
                        -অনিন্দিতা ভৌমিক

এভাবেই প্রত্যেক সিদ্ধান্তের শেষে
নিজের মুখ বুড়িয়ে যেতে দেখি
চিবুকের উপর গালের দাগের উপর
ছিটকে আসতে দেখি রোজের নির্দেশ
পায়ের দিকে যে শরীর গুটিয়ে রাখে
বুক থেকে খুলে রাখে ঘোলাটে নীল চোখ
#
অকারণ এই ভ্রমণ
ঘরে ঢোকার শব্দ নিভিয়ে দেয়
মাথা কাত করে দেয় ঘুমন্ত কফির কাপে
আমি তার পেটে হাত ঘষে দিচ্ছি
বিদেশি ভাষার কাছে ফেরত চাইছি
তার প্রকাশ্য ক্ষত
#
আমার পাতলা স্মৃতি
লেগে থাকছে মগজের কোষে
আমার গোস্তের টুকরো শুকিয়ে চড়চড় করে

(ছবিঃ পল জেনকিন্স)


1 comment:

  1. 'আমার গোস্তের টুকরো ছড়িয়ে চড়চড় করে'
    অপূর্ব!

    ReplyDelete