Monday 7 August 2017

নভস্যের কবিতা ৩

Image result for abstract painting mexico

স্টেশনে সকাল থেকে আড্ডা দিচ্ছে যে যুবক
                                                      -অনিন্দ্য রায়  

ট্রেন অপরিচিতের মতো চলে যায়, স্টেশনে দাঁড়ায়
টিকিট এখন আর আগে থেকে ছাপা নয়
           যেন সব সম্পর্ক, সব যাতায়াত এইমাত্র রচিত হচ্ছে
কোনোদিন ছিল মোটা হলুদ কাগজে সামাজিক, পূর্বনির্ধারিত
মনে পড়ে, সেই রোগা টিকিট চেকার
চা-অলা, ওই ধূপ বিক্রেতা প্রকৃত অন্ধ কিনা
এবং প্রতিটি ভিখারির নাম নিশ্চিত কানাই
                  সবাই কমবেশি চেনা, না হলেও চিনে নেওয়া যায়
শুধু এতগুলি চাকা, জানলায় এত এত অবিশ্বাসী মুখ
একখানি আস্ত রেলগাড়ি চেনার প্রতিভা নেই আমাদের, নেই  
 #
ট্রেন ছাড়বার আগে হুইসল দেয়, প্রাণপণে
আগে কোথায় শুনেছি যেন
#
কোথাও কি দেখা হয়েছিল

(ছবিঃ ট্রেসি বোনিন)

2 comments: