মেঘ-বৃষ্টি
-অভিশ্রুতি রায়
কিছু ফিরে যাওয়া ডাক আর চেনা নিশ্বাসের উষ্ণতায় বার বার
ডুবে যাচ্ছি এক বিস্তীর্ন জনপথে।
চেনা সাইকেল গুলো রিং দিয়ে পেরিয়ে যাচ্ছে আমার বিন্দু বিন্দু রক্ত জমানো উর্দ্ধ মহাশিরা।
শরীর জুড়ে মেখে থাকা পোড়া পেট্রোলিয়ামের বাস্পে তুমি পরিপূর্ণ হচ্ছো।
বাসস্টপে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণী যখন তোমায় এক পশলা বৃষ্টি মাখিয়েছিল,
সেই বৃষ্টিতেও ধুয়ে যায়নি আমার প্রেমের প্রথম আতর মাখানো চিঠিটা।
যেখানে প্রেমটাও ছিল ফুলের কুড়ির মতো পবিত্র অক্ষরে।
আজ কলেজস্ট্রিটে সন্ধা নামলেও,,,
আমার আড়ষ্ট তোমার কাঁধে মাথা রাখে সেই পুরোনো গঙ্গার ধারে।
যেখানে ব্যাগ ভরতি কুয়াশা এসে আড়াল করে আমার ভবিতব্য কে আর
তোমার পরিত্যক্ত নিশ্বাসের চাপে চাপা পড়া বিন্দু বিন্দু জলীয়বাষ্প কেটে দিচ্ছে গায়ে জ্বলে ওঠা পেট্রোলিয়ামের শিকড়।
যাকে তুমি বৃষ্টি বলে চেনো...
(ছবিঃ মায়াকো নাকামুরা)
No comments:
Post a Comment