Tuesday 11 July 2017

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৮

Image result for abstract painting latin chilean painter

পাখিদের সংসার
                   -তন্ময় ধর

পাখিদের সংসারের ভেতরেই
একটা ধূসর শব্দ ঘুমোতে আসে।
আমরা পাশ ফিরি
খালিপেটে তীব্র এক নক্ষত্রকে গিলে ফেলি
ভেঙে পড়া শব্দচূর্ণের ভেতরে ডেকে ডেকে
ঘুমের স্থান নির্ধারণ করে পাখি
আয়নার সংসারে ঠোকর দেয়
আমাদের ডিম ও মাংসের ভিতরে ঢুকে যায়
 ব্যর্থ এক রন্ধনপ্রণালী
দুধ-গাছ, দুটি পাতা, গাঢ় তরুক্ষীর
আরো অব্যর্থ এক ব্যাধপ্রণালী
একটু উড়ু উড়ু
সর্বনাশ বলে' আমরা পালক গুছিয়ে রাখি
বহিঃস্থ আকাশে

ছবিঃ রবার্তো মাত্তা

No comments:

Post a Comment