কীভাবে বিন্দুর সীমানা থেকে ফিরে আসতে হয় জানা নেই (৪)
-পূজা নন্দী
আমি যাতায়াত করি তোমার সকল
সকাল থেকে কুড়িয়ে নিতে পারি দীর্ঘ যৌবন
ঝুল বারান্দায় ছড়িয়ে থাকা রোদ্দুরের সাথে
কোনও এক বসন্ত থেকে জীবনের ভিত্তি অনেক বেশি গভীর
যখন ডানা মেলে উড়তে চাই নৈবেদ্যে
আর কাটা ডানার যন্ত্রণা কুড়ে খায় আমাদের
সশব্দে ছড়ানো অভ্র চোখের ভেতরে ঢুকতে চায়
ডেকে ওঠে কানের মধ্যে...
(ছবিঃ আলেকসান্দ্রা বৌকিলোন)
No comments:
Post a Comment