Monday, 7 August 2017

নভস্যের কবিতা ১০

Related image


হোমো সাপিয়েনস
                  -অনির্বাণ পাল

হেলান দিয়ে বসে আছে শহর কাঁদছে ডিহি
নিষ্পত্র গাছে বিলয় কান্না ডুবছে বিরোচন
প্রত্যগ্র সকালের কাছে রেখে আসছি কান্নাঘুম
বেলেল্লা বিকেল হাওয়ায় ভেসে আসছে মোহ

শ্রাবণের বিপরীতে শ্রমিকের ঘাম
খড়ের আদর নিয়ে ঘুমিয়ে আসছে শহর
রাস্তাগুলো চলে যাচ্ছে শিকড়ের প্রদেশে
পাঁজরে জল জমে
সেই জলে চাষ করে পাগল চাষি

শহর কাঁদছে
মিছিল বাড়ছে
হত্যার পাশে ছাঁৎ কফিন

মানুষ ফুল রাখছে মানুষের জন্য!

(ছবিঃ ফিলোমেনা বূথ) 

No comments:

Post a Comment