ঘুম
-অনিন্দিতা
গুপ্ত রায়
বর্ণমালার ভেতর মাথা তুলছে ভোর
আলোদের অবাধ্য
স্পর্শ
বেঁচেথাকাগুলো
স্পষ্ট বিন্দুমুখী হলে
শিকড়বাকড়
থেকে ধূলো ওড়ে
ধূসরের দিকে যায়
গানের খাতারা
এবার প্রথম থেকে লেখা শুরু
চৌহদ্দি পেরিয়ে ওই দূরে
অনতিক্রম্য থেকে ঘষে তুলছি আরম্ভ
আলজিভের মধুমঞ্জরী ছুঁয়ে এঁকে রাখা পটচিত্র
সারি সারি টাঙিয়ে রেখেছি ঘুমের আলগোছে
এ যদি স্বপ্ন হয়, জাগরণে কিবা সুখ বলো
No comments:
Post a Comment