Saturday 6 July 2013

বর্ষার কবিতা ১০




যব
-শৌভিক দে সরকার


এই ক্রন্দনরীতিটিও আমাদের

বৈকল্যবিধি,ধাতুকল্প মেঘ আর ব্লেড
মেঘের শেষদিকে শ্লেষ ও যমক
ডানা উপড়ে নেওয়ার পর দুজন
লিঙ্গহীন মানুষ নিজেদের মুখোমুখি বসে ছিল
অতিক্রান্ত ভাষা আর চামড়ার পুনর্বিন্যাস
চৈত্র সংহারের পর অন্য একটি ত্রাণশিবির

আসলে ঐ উপজীবিকাটিও আমাদের ছিল
ভগ্ন হাওয়ার আড়ালে আমরা শুধু একটি
অতিরঞ্জিত দেওয়ালের কথা বলেছিলাম

1 comment: