Thursday, 4 July 2013

বর্ষার কবিতা ৭



তিস্তাবুড়ির কাছে
   -অতনু বন্দ্যোপাধ্যায়

আর হারানোর গন্ধ টেনে
জলের খেলায় দেখ এইরাত
মেলাচ্ছে উত্তর কোথাও ছায়াতে

ভাটিয়ালি পেতে

এসব কথা নতুন কিছু নয়।
পুরনোও নয়।

শুধু একটা গান চলে যাচ্ছে আমাকে ছেড়ে
আর আমি ফিরে পাচ্ছি কুয়াশায় বাও নেওয়া
উলের পশম

কিছুটা দুপুর এই টোকায় চশমা
                        সাজানো

No comments:

Post a Comment