Wednesday 3 July 2013

বর্ষার কবিতা ৬


অপেক্ষা
   -অনিন্দিতা গুপ্ত রায়

যে কোনো অসময় থেকেই
একেকটা আরম্ভবিন্দু
অথচ ডাকাডাকি পরস্পরে পড়ে আছে
মাঝখানে এক জীবনের দূরত্ব
এলোমেলো পংক্তির অভ্যাস নজরমিনার থেকে উড়ে যায়
ভ্রুকুটি ভঙ্গিলে, উপত্যকায়

মগ্নতা থেকে মুখ তুলে চলে গেলে ক্রমশই আরো আরো স্রোত
সেসবই তীব্রতা কিছু
ফিরে ফিরে ফিরিয়ে নেওয়ার
শিহরণ-
তুমিও লিখেছো অবশেষ চোখের আদল

স্থানীয় বাতাস আর মৃদু ঘনঘটা, ঘটনাবহুল
তীরগুলো মন্ত্রপূত পাঁজরবিলাসী
হাতছানি শিকড়ে শিকড়ে যত জল
ঢেউ খেলা ভুলতে চাইনা, জেনে রাখো

অপেক্ষা এঁকেছো যতটুকু,
তার চেয়ে আরো দূর ডানার উড়ান ছুঁয়ে হয়ত গোধূলি


No comments:

Post a Comment