Thursday, 18 July 2013

শ্রাবণের কবিতা ৮




শাওনহরিণীর স্ক্র্যাপছুট
-      তন্ময় ধর

মেঘালোকে ভবতি সুখিনোহপ্যন্যথাবৃত্তি চেতঃ
কন্ঠাশ্লেষপ্রণয়িনি জনে কিং পুনর্দূরসংস্থে
                   -মেঘদূতম

সেই হাসিতে
 তিলফুলের অসময়

ঈশ্বরীরঙের আইসক্রিমের ঘুম ঘুম

অবুঝ বালকের রোদ্দুরের টুকরোয়
  জারুল জারুল সিল্ক শুকিয়ে যাচ্ছে কান্নায়

বাদামী এক বিবাহের যন্ত্রণাকে
তুই
কাঠামোয় শুশ্রূষা দিস

তোর শস্যাভিমানী বন্ধুরা হাঁটা শিখবে কবে ?

No comments:

Post a Comment