Wednesday 3 July 2013

বর্ষার কবিতা ৩




সুজনেষু ১
   -লিপিকা ঘোষ

এপাশ ওপাশ করতে করতে চিঠিটা ৎ এ আটকে গেছিল। শুরুই হত না যদি না তাগিদের কিনার থেকে টা টা দ্যাখানো একটা হাত ক্রমশ হয়ে গাঢ় হয়ে নিবিড় ডাকা ছোঁয়াচ তুলতো। এক নাগাড়ে চিঠিটা এগোনোর দিকে... ফাগুন এল বলে ডাক দেওয়া দুপুর যেমন রাঙ্গায় রং তোলে, সেরকম একটা কিছু হবেও বা। ঠিক চিঠি নয় বোধ হয়। ঠিক, ঠিকানা, পিন কোড, ডাকবাক্স সব কিছু মিলিয়ে মিশিয়ে ফাগ নেশা নতুন নিচ্ছে। এরপর নহবৎ এর ইচ্ছাকৃত -এর হিসেব নিকেশ মিলবে কিনা তা জানে পদ্মা পাড়ের এক আলতা ধোওয়া রোদ্দুর...

No comments:

Post a Comment