Tuesday, 2 July 2013

বর্ষার কবিতা ১ (আসলে শীতের কবিতা)



শীত / নীলাব্জ চক্রবর্তী



অর্ধেক দেওয়ালটুকু             ফিরে দেখছে না

কীভাবে
উপত্যকা জুড়ে চলাফেরার খুব নীল
আর সাদা মলাট থেকে ঝরে যাওয়া
হাসপাতালের মৃদু হরফ
জড়িয়ে যাচ্ছে
অন্য জানলার
স্যুইচ ও ভুলে যাওয়া স্থানাংক-নির্ণয়

এভাবেই কথায় কথায়
একটা লাটিমের কথা এসে পড়ে
আর পড়ে যায়
ছিঁড়ে আনা অক্ষরেখার কেঠো গন্ধ...

No comments:

Post a Comment