Thursday, 4 July 2013

বর্ষার কবিতা ৮





মডেল স্কুল
      -রমিত দে

মৃত ফুলের মুখটা দেখার আগেই
ফল আমার চোখ চেপে ধরছে ,

ফুলের ওপর বসে আছে সূর্য
একটা প্রকান্ড সাদা ......।

আজ স্কুল ছুটি
কাকে যেন তাড়া করতে করতে মাছ ও জেলেরা ফেনা বানিয়ে ফেলছে
পেছনে পেছনে আসছে ফেরা মাপার নবীন ফাতনা

ফুলের অভাবে মেঘে মেঘে ভরে গেছে মডেল স্কুলটি!
নাকি,তীব্র ফলের গন্ধে
      মাটির ঘরটি ম ম !


No comments:

Post a Comment