Thursday 18 July 2013

শ্রাবণের কবিতা ২



মিতাসু-৩
         -পার্থসারথি

পাও-এর পা-ও টপকাচ্ছে
        এসরাজ-বিয়োগ

ঘুম ভেঙে আসা জিরাফ-এরা
ট্রেনলাইন-এ মাপন্ত, অসমিয়া মিনি জানে এ তুরুপের জমানো নীল

হাত ফস্‌কে জলজ অভিযোজনে তামাম মনচুর
জল পড়লেও কোনো পাতায় ঝড়ে না সুমি
              ওড়নায় মাঞ্জা লাগানো বৃত্তঘুড়ি
উড়িয়েছ                        যেখানে
কোন স্থানাঙ্ক নেই মাথা-বুক-পেট নামক দাসত্বের

রোমকূপের পঞ্চম ফেব্রুয়ারীতে শিশুবদল হলেও
সূর্যের ওঠারা আমিতে চুরমার
শুধু চাঁদ আর আসামের ব্যবধানে স্কুলপালানো

No comments:

Post a Comment