Tuesday, 16 June 2020

প্রাবৃষার কবিতা ১২

Exhibitions — Joan Mitchell The Last Paintings - Hauser & Wirth

গ্রামোফোন
               -মৌমিতা পাল

পথেরই নাবালক সন্তান
একরাশ অনুশোচনা
কৃশ বালকের ইচ্ছেতেই
একরাশ ভুল ইচ্ছে-অনুবাদ।

লণ্ডনে ছেলেটা অফিসফেরত পাবে যায়।
মাঝরাতে বাড়ন্ত ঘরে নিদ্রায় জলভ্রম
দেহ মনের সাধনে পেগের পর পেগ,
আনইনস্টলড হোয়াটসঅ্যাপে
কলের দেহাতি ধাঙ্গড়।
দশ বছরের চুরমার-দাম্পত্যের বোনের সাথে ঝগড়ায় পলি রেখে যায় নেশার নিদ্রা।

শুধু সে জানেনা ওর মুখ দেখবে বলে
এত মৃত্যু পার করেও বেঁচে থাকে জীবন,
বেঁচে থাকে মেঘের জঠরে গেরস্ত গোছের
গ্রামোফোন

(ছবিঃ জোয়ান মিশেল)



2 comments: