Tuesday, 16 June 2020

প্রাবৃষার কবিতা ৬

Abstract Painting "Trigger Finger" 20x20" — Katie Jobling

ভালো আছি
            -পাপড়ি গুহ নিয়োগী



টানা দু'ঘণ্টা বৃষ্টি হলেই ভয় হয়

সেখানে ঘূর্ণিঝড়। ভারী বৃষ্টির পূর্বাভাস


মুহূর্তেই ঘর উঠোন হয়ে যায়

শিকড় উপড়ে মুখ থুবড়ে পড়ে গাছ

ক্ষেতে লবণ জল ঢুকে পড়ে

গরু-ছাগল নৌকা পানের বরোজ ধান !


ঝিঙের মাচায় ফুল এসে ছিলো

মেয়েটার সামনের মাসে বিয়ে


কুপিটা দপদপ করে ,তোরা ঘুমিয়ে পড়

সময়, নাড়িভুঁড়ি হাতে তলিয়ে যাচ্ছে

যেন বিদায় নিচ্ছে আমাদের দেশ


মাথা উঁচু করে পলিথিন হাতে দাঁড়িয়ে

মা বলে ভালো আছি আমরা



সমুদ্রের ভেতর সভ্যতার জঞ্জাল

মরুভূমি হয়ে ওঠে


শরীরে গেঁড়ি কেঁচো লাল পিঁপড়ে

ব্যাঙ সাপ শামুকের দল


চিবুক থেকে খসে রোদ

দীর্ঘশ্বাস আঁচলে বেঁধে তবুও ভালো আছি


শুধু ছেলেটা যে হেঁটে আসছে তার কি হবে

(ছবিঃ কেটি জবলিং)

No comments:

Post a Comment