উপশম
-পারমিতা চক্রবর্ত্তী
যে ঠোঁটে ছুঁয়েছে ঈশ্বর
তারই মধ্যে কোন বিপন্নতা নেই
ইদানিং সব কিছুর মধ্যে কেমন যেন আবেশ লেগে থাকে
জ্যোৎস্নাদাগ চুলের বিনুনিতে হাত বুলোয়
মেহেদী শরম এসে লাগে চিবুকে
ম্রিয়মান মুখখানি তুলে কেউ বলে
আরো এগিয়ে এসো , সঁপে দাও দেহখানি
তোমার চুলের গন্ধ আর বৃষ্টির জলের মাঝে কোন তফাৎখুঁজে পাই না
বুকের পশমে জমে থাকা অঙ্গীকার আলগোছে সরিয়ে রাখি দাম্পত্য যত্নে
হাতে হাত রাখা মানেই দাম্পত্য নয়
চূড়ান্ত উপশমের নির্যাস
( ছবিঃ মিশেল পায়ার)
No comments:
Post a Comment