Tuesday, 16 June 2020

প্রাবৃষার কবিতা ৪


Abstract Cityscape art painting night rainy New York by Debra Hud by Debra Hurd

ন হন্যতে হন্যমানে শরীরে 
                         -বল্লরী সেন 


এইভাবে বিবাদের মালা আমি তোমায় পরাই
জনান্তিকে ভোর হয়,ছইয়ের ভেতর দিকে সিঁড়িরা ঘুমোয়
তুমি এখানে ওখানে কষ্টবীজ, কুশের শাবক পুঁতে রাখো
আমারি শরীর রস নিষ্ক্রান্ত অসির ফলায়, দা দিয়ে টুকরো করে কাটো

কমিউনিটি হলের পেছনে কখনো হারিয়ে গেছে এক পা জুতো
স্নানের আক্রোশে তাকে আমি একান্ত ভাবিয়ে তুলি
আমার সামনে তার উলঙ্গ অঙ্গীকার বিশ বছরের এপার ওপারে।

নীল প্লাস্টিকের স্যানিটারি ন্যাপকিনব্রত শতাব্দীর সংক্রান্তিপূরণ
শার্টের গারদ থেকে যতক্ষণ খুলে নিই পরাগের রাজদণ্ড অজ্ঞ হাতে
আমাদের দেহভেদ হয় । শাসকের অজস্র তালায় শব্দ ফাটে শঙ্খ-লাগা চাবির
কান্নায় ,খেলনা  বালিশে পুরুষের রোমবৃত্ত নাগকেশরের মতো ফেরে

ঘ্রাণের টঙ্কারে অববাহিকায় একদিন ভোররাত্রে তার শিয়রের ভিতে
বিনিময় ধান রেখে আসি

( ছবিঃ ডেবরা হুর্ড ) 

No comments:

Post a Comment