Tuesday 16 June 2020

প্রাবৃষার কবিতা ১৪


Happiness 2 by artist Jai Srivastava – Abstract, Painting ...

খাঁচা
    -পিয়াল রায়

আড়ালে আড়ালে আমরা খোঁজ নিচ্ছি সবার
 নাড়াচাড়া করছি
আর কেঁপে যাচ্ছি ভিতর পর্যন্ত

কাঁপতে কাঁপতে
জমা দিচ্ছি খাতা
খাতায় আঁকা ফাঁকা মাঠ
ঝুলে ঝুলে দুলতে থাকা
ফাঁকা বিলকুল ফাঁকা প্রাচীন এক ঘন্টা

ঘন্টার গায়ে নালিশ
নালিশের গায়ে শীত ও বর্ষা
তরল গরল
একই ভাবে বাজে

লোকজন শোনে
মানে, যারা শুনতে চায়

কিছু মানুষ তবু এসব থেকে
দূরে ভেজা জমি নিংড়ে শুকোতে দেয়
ভোরের রোদ

 ঘন্টা বাড়ে, ঘোষণা বাড়তে থাকে
পরিচিত ভাবভঙ্গি মতোই

কোন্ এক অনতিক্রম বোধে
আড়ালে আড়ালে
পৃথিবী হয়ে ওঠে  ইস্পাতের খাঁচা

( ছবিঃ জয় শ্রীবাস্তব )

No comments:

Post a Comment