Tuesday, 16 June 2020

প্রাবৃষার কবিতা ৮

Manja McCade | Obra, painting abstract expressionism, 2014: "In ...



খাদ্যনালীর ক্রমসঙ্কোচন
                     -তন্ময় ধর 

টাটকা মাংস কাটতে কাটতে গল্পটা বলছো তুমি।
টিভির পর্দায় শিশুর পাশে অপেক্ষা করছে শকুন।
শকুন লুপ্ত হওয়ার পর আমরা একটু বেশী তেল-মশলা-চিজ ব্যবহার করছি।

মিল্ক ক্রিমে অনেকটাই বেশী ডিসকাউন্ট দিচ্ছে স্থানীয় শপিং মল।
মল ত্যাগ করার আগে আমরা দুগ্ধহীন শিশুর মৃত্যুযন্ত্রণার খবর পাচ্ছি।
মদের অতিরিক্ত গেলাসে ভরে উঠছে সহমর্মিতার বুদবুদ।

রোজই রান্না বেশী হচ্ছে।
অবলুপ্ত নরখাদকদের মত চোয়াল নেড়েচেড়ে বাড়তি খাবার ফেলে দিচ্ছি।
মৃত্যুসংবাদে ঠাসা একটা কাগজে মুড়ে খাবার ফেলে দিচ্ছি মানুষের আওতার বাইরে।

(ছবিঃ মাঞ্জা ম্যাককাডে)



No comments:

Post a Comment