প্রলাপ
-সোনালী মিত্র
আজকাল সুখ নিয়ে কিছু লিখতে ভালো লাগে না,প্রেম নিয়েও না
যথার্থ সুস্থতা নিয়ে লেখা চিঠিগুলো একলাই হেঁটে গ্যাছে দাবানলে।
ভাদুরে উত্তাপ মাথায় নিয়ে লালা ও ঘামে যেসব প্রেমিকেরা
এসেছিলেন , লীলাগন্ধ গন্ধ নাকে টেনে তারাও ফিরে গ্যাছেন যেযার ঘরে।
#
প্রতিদিনের সুস্থতা পেতে চেয়ে যাবতীয় পর্দা টেনে রাখে চোখ,
দীর্ঘ সাবান-জলের বুদবুদে ডুবে থাকে এ পোড়া শরীর।
ডাক্তার বলে গ্যাছেন,
বারংবার এই আত্মহত্যা প্রবণতা ধীরে ধীরে উন্মাদের দিকে গড়ায়।
তার'চে গান শুনুন,গীতা অথবা আত্মাশুদ্ধিকরণ টাইপ বইটই
কিছু পড়ুন,ঘুরে আসতে পারেন পাহাড়ে বা সমুদ্রে,তবে জঙ্গল
আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই সুখকর নয়।
প্রতারণামূলক গল্পগুলো আপাতত নির্বাসনে পাঠিয়ে দিন।
#
লাল-নীল ক্যাপসুলে ঢেকে যায় বৃষ্টিদিন
ওষুধের ধারাভাষ্যে আত্মহত্যা অথবা উন্মাদ কোন একটা সুর
নিশ্চয়ই বাজাবে আমায়,
ধন্বন্তরি কবিতাগুলোও একদিন সাইকো হয়ে উঠবে
সঞ্জীবনী বর্ণমালার ভিতরে জেগে উঠবে এসাইলাম
শুনে রাখুন প্রিয় পাঠক, প্রলয়ের আগে
এ ভুলভাল লেখনীর অস্থি বিসর্জনটুকু অন্তত দিন।
( ছবিঃ শ্বেতা মুদ্দেবিহাল )
No comments:
Post a Comment