Tuesday 16 June 2020

প্রাবৃষার কবিতা ৯

Space Time Abstract Mother Creation by Maya Britan

মা
    -সুলক্ষণা আঢ্য

আমার মাথার ঠিক উপরে
দেখি ওম খেলা করে
আলোকীট যেমন দীপ খোঁজে
সে আমার কাছে ছুটে আসে
লাবণ্যের কণা সে-

কখনও বা দেখি
মরা প্রেমের চিঠির মতো
সে পড়ে থাকে আমার পাশে

আবার কখনও বা সে মেঘ ভাসিয়ে
অক্ষরের নোঙর ফ্যালে
লিখতে গেলেই ঘুম এসে যায়
লেখা তখন এক পরিযায়ী মেঘ

আজ দেখি দুহাত মেলে সে ডাকছে
সমুদ্রের পাশে দাঁড়িয়ে দেখি-'কাঁকড়া!'
বুকে খুব ব্যথা আমার
স্তন্যপান করাতে পারবোনা কোনোদিন
কর্কট রোগ ছিঁড়ে নিয়ে গ্যাছে অমৃতভান্ড
'ওম' আমার একমাত্র অজাত সন্তান
মরফিনের ঘুমে সে আমায় 'মা' বলে ডাকে!

আজ আকাশটা এত কালো কেন-
তবে কি শেষে রাত হয়ে গেল!
ওম! ও---ম! আয় বাবা আমরা এবার ঘুমিয়ে পড়ি!

(ছবিঃ মায়া ব্রিটান) 

No comments:

Post a Comment