বনবিড়াল ও বিষাদ সুন্দরীরা
-শীলা বিশ্বাস
ক্রিস্টোফার কলম্বাসের স্ট্যাচু চুঁইয়ে যে রোদ ম্যাগডালেডা নদীতে পড়ছে ঘোড়ামুখো ছোকরার বাঁধা কোনো বিষাদ গণিকার কাছে তার কোনো মূল্য নেই। দূর থেকে অপেরা সঙ্গীত ভেসে আসলেও মনে ও শরীরে কোনো ঝড় তোলে না। পানশালাতে ভিড় করে থাকে আসক্ত অপেক্ষারা। তুরীয় আনন্দের খোঁজে ঢল নেমেছে রাস্তায়। পথচারী খুশী হয়ে তাসা পার্টিকে কয়েন ছুঁড়ে দিচ্ছে। একটি ছোট্ট আওয়াজ মিশে গেল ভিড়ে। গলায় মুক্তোর টাইপিন পরা বনবিড়ালগুলি ইতিউতি দৌড়াচ্ছে। হাতচিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হল একশো বিষাদ গনিকাকে। সেন্সারের কাঁচি নিয়ে হারিয়ে গেল বনবিড়াল ও বিষাদ সুন্দরীরা। স্মৃতিতে জড়িয়ে নিচ্ছি মার্কেজের কলম।
(ছবিঃতৃপ্তি দে)
No comments:
Post a Comment