ভাবমুদ্রা
-নভোনীল চট্টোপাধ্যায়
শস্যদানার ওই অনন্ত আলোটুকুই আমার।
তাই, মুহূর্তেই আমি হয়ে উঠতে পারি তেজস্ক্রিয়।
ধ্যানের যে ইতিকথা
আমাকে এইসব জানিয়েছে
তার সকাম থেকেই
জন্ম নিয়েছে প্রবৃত্তি।
স্বপ্ন উপার্জনের রেখা,
আমার হাতে এখনও স্পষ্ট হয়ে ওঠেনি।
কিন্তু মুখরতা যখন মহার্ঘ লাগে,
তখন শূণ্যে ফেটে ফেটে যেতে দেখেছি
মেঘের নাভি
ধারালো দাঁতের জন্য
ইঁদুরের গর্তে দুধদাঁত ফেলে আসার অনেক পরে,
যখন জেনেছি –
আমাদের ক্ষুধা আমাদের সমাধি,
তখন অবশিষ্ট অন্ন আর লবণ ব্যবহার করেই
ভয় দেখিয়েছি মৃত্যুকে।
প্রতিটি জন্মদিনে
অপেক্ষা করেছি
কখন পায়েসের বাটি হাতে
সামনে এসে দাঁড়াবে
অন্নপূর্ণার কঙ্কাল।
(ছবিঃ গেরহার্ড রিখটার)
No comments:
Post a Comment