জউঘর
-সুমনা দত্ত
সন্ধ্যা নামছে।
কাঁচের সার্শি জানালাটাকে মুছে দিচ্ছে পাণ্ডুর রঙে।
গোলাপের পাতাতেও বিষন্নতা।
কল্পিত সবুজের অন্ধকারে
আবছায়ার ভেতর
জন্ম নিচ্ছে অশরীরী
অজ্ঞাতবাস।
এসো প্রেমিক, এসো।
হিমনদীতে বসে সাজিয়ে নাও বরং
সন্তাপের জউঘর।
(ছবিঃআকাশগঙ্গা, কৃতজ্ঞতাঃ অ্যানে ডার্কসে)
খুব ভালো লাগল। আরো লিখুন, শুভেচ্ছা রইল।
ReplyDelete