Thursday, 12 July 2018

শাওনরঙা কবিতা ৯

Related image

এঁটো গ‍্যালাক্সি
                -জ‍্যোতির্ময় মুখার্জি


আমাদের এতকিছু বলার থাকে যে, ধীরগতিতে বেশি হয়ে ওঠে আওয়াজ। আমাদের প্রত‍্যেককেই ঘিরে এক গোলাপি আলো। পোস্টার ছাড়িয়ে অঙ্কগুলো যখন পার হয়ে যায় অর্থনীতির ব‍্যারিকেড, দিগন্ত তখন ফোঁটা ফোঁটা অশরীরী


হাতে হাত রাখো


দিব‍্যি পরিশুদ্ধ চোঙাওয়ালা অভ‍্যাসে হেঁটে গেল কিছু ডানহাত এবং বামহাত। হয়তো সেই কারণেই ঘোষণা করছি হৃদ্ভাতারি কবিতায় সারি সারি সিমেন্টিং প্রজ্ঞা ডেকে এনো না। ভেবে দেখো, একটা হাত ঠিক কতটা গভীর হলে আধপোড়া কিশোরীরা বুকসেল্ফ থেকে টেনে নিতে পারে এঁটো গ‍্যালাক্সি







(ছবিঃ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, কৃতজ্ঞতাঃনাসা )

No comments:

Post a Comment