ঐশ্বরিক দর্পণ
-পিয়ালী বসু ঘোষ
তোমার দু:খ যেনো স্পর্শ অপার
এক ঐশ্বরিক কাচ
মুখোমুখি দাঁড়াই শতবার
কিন্তু চোখাচোখি হইনা
তুমি সময় মাস ও দিন গোনার অঙ্ক কষো
খাতায় টেনে রাখো সহ্যের স্থায়ী জ্যা
ফাঁকা কাচে বাষ্প দেখে দু এক ফোঁটা
দ্রুত মুছে নাও
জমানো অবকাশে
আমিও গনিতের ছাত্র পড়াই
অঙ্কের খাতায় আঁকিবুকি করি ম্লান তোমার মুখ
তোমার দুঃখকে ঐশ্বরিক দর্পণ লাগে
ইচ্ছে করে দুহাত দিয়ে ছুঁই
(ছবিঃ কালপুরুষ নীহারিকা, কৃতজ্ঞতাঃ অ্যালসন ওয়ং)
No comments:
Post a Comment