ভিস্যুয়াল
-নীলিমা দেব
১.
সন্ধ্যাটাকে টোকা মেরে দেখি
বয়স পেরিয়ে যাচ্ছে তোমার কেরোসিন
ব্যাস, শাদা আগুন
বাথরুমের আয়নায় লং থিয়েটার
গম ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছে যে কমলালেবু
তার ছায়ায় আমি আলো পেতে শুই ...
২.
উলের সস্প্যান এ উল্টে আছে আধটুকরো জল
ফ্রাই হতে হতে শ্যাম্পেন
আস্কারা পেলেই নীল চাদরের হরফ
শীত বুনে তোমার হাফ-বর্ষায়
একটু পরেই আঙুলে আঙুলে বিজ্ঞাপন
যাবতীয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ...
৩.
এভাবেও আঁকা যেতো তোমার মেঘ
কোলের জানালা
শিওরের স্পেস
আরও ...
যা যা ইউনিক
অন্ধকার নামিয়ে রাখি থালায়
পোষা শব্দের ভিস্যুয়াল
একজোড়া চাঁদ আয়ু রেখে ফিরে গ্যাছে বনে
যেখান থেকে শুরু হতে পারতো রাগ বিষয়ক ...
(ছবিঃ আকাশগঙ্গা, কৃতজ্ঞতাঃ নাসিম মানসুরভ)
No comments:
Post a Comment