Thursday 12 July 2018

শাওনরঙা কবিতা ৪


Image result for milky way

'প্রত্যাসন্নে নভসি '
                                              -তন্ময় ধর


সেও এক বৃষ্টির প্রতিবিম্ব
আমি দূরে সরে যাই
কৃত্রিম শব্দ থেকে তুলে রাখি স্পর্শ ও কাগজের নৌকা

কাগজ বহুদূরে যায়
আলোকিত গর্ভদুয়ার থেকে ঢেউ আর ঢেউ
জন্মান্ধ নীহারিকার ফিসফাসে

আমিই মৃত কথা ভেজা অন্ধকার
তুমি মৃত্যুসংস্কারের মতো

এক একটি ফোঁটায় ভিজিয়ে দিচ্ছো সংসার-গোধুলি

ধুলোকে শরীর দাও
সে রক্তবর্ণ মেঘ হোক

রক্তের ভিতর থেকে বৃষ্টির বাকি প্রশ্নের উত্তর দাও

(ছবিঃ ছায়াপথ, কৃতজ্ঞতাঃড্যানিয়েল অ্যাগি)


No comments:

Post a Comment