Thursday, 12 July 2018

শাওনরঙা কবিতা ১২


Related image

কবিতা 
            -শিবু মণ্ডল 

জল সেঁকের এনথালপিতে সেরে ওঠা বিষাদ
চিহ্ন পিঠে নিয়ে আমি উঠে পড়ি সকাল সকাল
চারিদিকে উঠেছে আজ অপেক্ষার মত কিছু রোদ

ঝুলন্ত সেতু পেরিয়ে তারা
চলে আসে, চলে আসে
ঝুম খেতের জানলার ধারে

ছন্দ আর ছন্দহীনের মাঝে দাঁড়িয়ে এক পাহাড়

ধাপ ছোঁবে কি ছোঁবে না ভাবতে ভাবতে
ইচ্ছে হওয়ার মত কিছু আলোআবাদ হয়ে ওঠে

(ছবিঃ নৌকাতল নীহারিকা, কৃতজ্ঞতাঃ উইকি )

No comments:

Post a Comment