বর্ষালিপি
-জয়ীতা ব্যানার্জী গোস্বামী
(১)বিগতবিকেল
প্রতিবিম্বে পাখিদের ঘরফেরা সাজিয়েছি । মেঘ
একপেশে
অবজ্ঞার বাতাসে ফুঁ । বজ্রপাত একটিই ,তাও
বিস্মৃত একদা প্রিয় লিরিক যেমন উদাসীন
আলো হয় । তারপর শব্দ ভাঙবে বলে চোখ
গোপন তোরঙ্গ থেকে ব্যথার পুতুল পেড়ে আনে
(২)
মেঘসারি । যেন এক অচেনা শহরে তার বাসা
কতকাল দেখেনি সে স্নানে পাওয়া পাখির আদল
বটের পুরোনো নাম ,বিস্মৃত ঘাটের অতীতও
পায়ে পায়ে ধুলো মরে
গায়ে গায়ে প্রত্ন দেওয়াল
বেঁধে রাখে ফি বছর পলাতক ফসলবিলাস
পোড়ে আলো । নিভে এলে পরিপাটি ঘুমন্ত শরীর
থেকে একলাতুতো ফোঁটারা ঝরে পড়ে
(ছবিঃ ঈগল নীহারিকা, কৃতজ্ঞতাঃ নাসা )
No comments:
Post a Comment