Thursday 12 July 2018

শাওনরঙা কবিতা ৭

Stellar titans of Pismis 24

সম্পর্ক
        -সুমন সাধু

কিছু বাঁচার তাগিদের মধ্যেই পাশ ফিরে শোওয়া
শোওয়াটির পাশে ঘুম
ঘুমের কোটরে চোখে চোখে কথা

আমাদের বিছানাগুলো ক্রমশ ছোট হয়
আরও গুটিয়ে যায়
তারপর স্বপ্ন, দেখা, উড়ান

প্রতিদিন ভাবি সূর্য দেখব
কিন্তু পাশ ফিরে আলতো ঘুম ভাঙিয়ে দ্যায় না কেউ।
চলো, দু'জনে রোজ একটু একটু
চোখের মাথা খাই।

( ছবিঃ পিসমিস নীহারিকা, কৃতজ্ঞতাঃ ইউরোপীয় দক্ষিণী পর্যবেক্ষণাগার)

No comments:

Post a Comment