Thursday, 12 July 2018

শাওনরঙা কবিতা ১৪


Image result for eagle nebula



বিজ্ঞাপন
             -পিয়াল রায়

প্রচার সম্বন্ধীয় আমাদের কোন শাখা নেই

তবু যারা এসেছে
     প্রত্যেকের নামে আলাদা আলাদা
বৃক্ষ রোপণ করেছি আমরা

আলাদা আলাদা ধ্বনি  শরীরী অশরীরী


ভয় থেকে মৃত্যুর দিকে যেতে অপারগ
     এমন অজস্র বুদবুদ
চেয়েছিল সোনার অট্টালিকা
মহার্ঘ পোশাকে ঢাকা মসৃন পাখিদের ফুটে থাকা
উজ্জ্বল ছায়া


এসব আমাদের কোনোকালে ছিল না দেওয়ার মতো
তাদের জন্য রাখা আছে জাগ্রত অন্বেষণ


এর বেশি আমরা আর কী করতে পারি?
কেবল একাগ্র অপেক্ষায়
             অপ্রস্তুত বার্ধক্য ছেঁকে তোলা ছাড়া

(ছবিঃ ঈগল নীহারিকা, কৃতজ্ঞতাঃ নাসা) 

No comments:

Post a Comment