Friday 9 March 2018

কুসুমাগমের কবিতা ১১

Image result for abstract painting turkey artist

পশমিনা 
       -শিবু মন্ডল

পুণ্যার্জনে সমুদ্রের নদীতে গমন। সমুদ্রই বটে,
ষ্টেশন থেকে হর-কি-পৌড়ি সারাবছর একই রকম ।
ব্যারিকেড ডিঙিয়ে যায় বাইক চড়া বাবাজী
মহেশ্বর ভিড় সামলায়বৃষ্টি মাথায় নিয়ে।

গেরুয়া রঙ মেখে বাসনার মেঘ জমতে শুরু করেছে
পথের ওপারে পাহাড়ের উপর যেদিকে ভিড় গেছে।
নিচে ঘুমিয়ে আছে পশমিনা, ভেজা আদর মাখা গায়ে।

ভিজবে তুমি জানি, এ মেঘ তোমায় ছুঁতে চাইবেই
ছলে বলে কৌশলে।
দোকানদার বুড়ো অন্তর্যামী জেনে যায় – সেই
পশমিনার খোঁজে অন্য দোকানেও ঢুঁ মেরে ছিলাম আমি,পাইনি।
খাদি-বুড়ো গুদাম খুলে দেখায় একটার পর একটা
দামি দামি পশমিনা । রঙে তারাযে বাহারি নয় অথচ
হাতের সুক্ষ্ম কাজে কত দামি! মন ভেজে না
আমি খুঁজি তোমার সেই অভিমানে ভেজা একমাত্র পিস্‌টি-যার
গায়ে তুমি নিজে হাতে ফুটিয়ে তুলেছ ব্যথাদিন আর
ব্যথারাত্রির পল্‌ গুলি।আমি ফিরে আসি। জানি তা
কোনো দোকানে পাওয়া যাবে না।
তোমার রিংটোন বাজে ! কথা দাও তুমি, আসবে!
তুমি আসবে সেই মেঘ কেটে গেলে ।



(ছবিঃ মাইক উইলিয়ামস) 

No comments:

Post a Comment