সম্পর্ক
-সুপর্ণা মণ্ডল
সমস্ত অরণ্য ঠেলে ধরছে একটি নদীকে
সমস্ত নদী ঠেলে ধরছে একটি আঙুলকে
আঙুলের মুক্তাখণ্ড নদীর কেউ নয়, অরণ্যে র কেউ নয়
তার সঙ্গে সমুদ্রের সম্পর্ক।
সমস্ত অরণ্য ঠেলে ধরছে একটি নদীকে
নদীতে ভাসছে কার এলোচুল
সমস্ত চুল যেন তারকাখচিত
তারাগুলো নদীর কেউ নয়, অরণ্যেীর কেউ নয়।
তাদের সঙ্গে মহাকাশের সম্পর্ক।
(ছবিঃ এমিল বিস্টট্রাম)
No comments:
Post a Comment