Friday 9 March 2018

কুসুমাগমের কবিতা ৭



বিকেলের সেলুন 
                        -রঙ্গন রায়


কথা হচ্ছিল কিউবা নিয়ে , ভোরের আলো
হৃদপিণ্ড রংএর ভিতর থেকে ছিটকে আসছে
জন্মান্তর ... আমাদের কথা হচ্ছিল
সেলুনের ভেতরে বসে। আফটার সেভ
লোশনের গন্ধ ... পাখি উড়ে যাচ্ছে
অনন্ত আকাশ দিয়ে
সবুজ পাতার সাথে ব্লেডের দূরত্ব
মাখানো ফেনা , কুচিকুচি চুল
গেঁথে আছে নরম স্পঞ্জের গায়ে -
ডায়েরি ফেলে রেখে ধীরে ধীরে
ফিরে যাচ্ছেন বিকেলের পরের আলো গায়ে নিয়ে
স্পেস বেড়ে যাচ্ছে ট্রামলাইনের পাশে


 


(ছবিঃ নিকোলাস পেগু)

No comments:

Post a Comment