জাতিস্মর
- অ নু স ঞ্জ না ঘোষ
তোমার উঠোন পেরিয়ে আমার এই জানালা।
জানালা অর্থে গোটা পৃথিবী। জানালা আমায় ঘুম পাড়ায়। গোটা রাত আগলে রাখে নরম আলোতে। চোখ ভিজে যায় আকাশ দেখতে দেখতে। তরপর এক সময় পুরোনো সুর আমায় গ্রাস করে। কখন যে আমি ভূগোল হয়ে পড়ি শহরের কোলে মাথা রেখে জানতেই পারি না। ধীরে ধীরে আবার কাছে চলে আসে পূর্ব। আর একদল তুলতুলে বাতাস আমায় জড়িয়ে ধরে । ভোর, তবু ভোরের আলো মাখিনি তখনও। চাদরে মুখ গুজে পুরোনো শহর মাখছি, ব্যস্ততা মাপছি পায়ের পাতায়। এখানে এখন কোকিল ডাকছে, বসন্ত কোকিল। কাকগুলো বাবার মত, ঘুম থেকে ডেকে তুলছে। শত ব্যস্ততা নিয়েও আমায় আগলে রেখেছে এই শহর। সিমলা স্ট্রীটের পুরোনো এই বাড়ীতে আমার পুনর্জন্ম লেখা।
জাতিস্মরের মতো খুঁজে বেড়াই আমার গতজন্ম।
(ছবিঃ শ্রীকান্ত কদম)
No comments:
Post a Comment