Friday 9 March 2018

কুসুমাগমের কবিতা ১২

Related image

বসন্তচর
             -অভ্রদীপ গোস্বামী

হাওয়ার ভেতরে খুঁজি সংরাগ। বসন্তকোলাহল।
হাওয়া ভেঙে যায় ভেঙে যায় শিমূলে পলাশে
যেভাবে গালের ওপর থেকে একদিন সরে পড়ে
প্রথম বান্ধবী র দোল। প্রথম বান্ধবের চড়।

হাওয়া নেই। কথাকলি নেই। মল্লার নেই।
বসন্ত আছে। আর আছে হইচই। বসন্তকোলাহল
বসন্ত আছে জরায় জরায় আর দীর্ঘ প্রত্যাখানে
বসন্ত নেই। আছে কিছু ফাঁদে পড়া কোকিলের বিবর্ণ
আওয়াজ। আর হাওয়াদের নুয়ে পড়া পলাশে আবীরে।



( ছবিঃ নেজাদ মেলিহ দেবরিম) 

No comments:

Post a Comment