ধরুন , ঘোড়ায় চড়া লোকটির নাম রেবন্ত ...
-প্রদীপ চক্রবর্তী
এক/
খনন ...
ভেতরে ভেতরে চড়ুইয়ের খুঁটে খাওয়া |
হিমশৈল ঠেলে ধূপধুনো নীল কথাগুলো
এঘর ওঘর ঘুরে কার শরীর ,
কার বন্দুক ,
কার বাঁধাগৎ ,
তাঁবেদার ...
কন্টিকারির জঙ্গল ঠেলে
প্রশ্ন অনেক ...
ফুটন্ত হরিণা মাংসের পাকা রাঁধুনি সে
সওদা চাই | দক্ষ রাজমিস্ত্রি পাতিলেবু কাটে ...
সহবাস ভানতে শিবের কারা গাইছে হেমগীত
পরিযায়ী ঘোড়াদের আস্তাবলে লালা ঝরে
ক্রিয়াপদের পর
দুই /
অববাহিকায় কত জল
খাঁড়িপথে বিধ্বস্ত বনের ছোঁয়া লেগে
অসংশোধিত নষ্টতা |
এতো চন্দ্র সম্পদ | তেজ ধাতু |
গূঢ় মলিনতার রাজপাট থেকে সতীর্থরা
একে একে নিয়েছে বিদায় ...
ছায়ার মুখোমুখি নিজের খেলনা যেন সব |
ছায়া - খোচর | পাহাড় স্যিলুয়েট |
বনবাসী কাঠুরের বৃষ্টি বাদল |
মনকে পাঠিয়ে দিচ্ছ ধোপার বাড়ি
রঙ টেকানোর জন্য ,
হরিদাসের গুপ্তকথা মনে পড়ে ...
প্রেম কি এসেছিলো কায়াতরু ডালে ?
ধুম্রকেশী শবরীর পেটের শত্তুর
এক শিশ্নোদর ভরে এনেছিলো কঠোর আগুনে
এক বালক কিম্পুরুষ
ভল্ল তুলে বেঁধে নি কি তাকে ?
জীবন বিজন আততায়ী
এক ধাক্কায় খুলে দিলো নগর ...
(ছবিঃজিনসেং ইয়্যু )
খুব ভালো
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteওয়াহ! হৃদ্য !!!!
ReplyDeleteভেতরে ভেতরে চড়ুইয়ের খুঁটে খাওয়া ..হরিদাসের গুপ্তকথাকে প্রকাশ করতে চেয়েছে ।
ReplyDeleteবাহ্ বাহ্। খুব ভালো লাগল প্রদীপদা।
ReplyDeleteদুটো কবিতাই খুব ভালো লাগল দাদা।
ReplyDelete