মধুচন্দ্রিমা
-অভিশ্রুতি রায়
এই জন্মজ্বর খুঁড়ে খুঁড়ে
পালক থেকে যেভাবে আবিষ্ট
কেড়ে আনছো
তার জল, তার নাভিকোশ
অনন্ত থেকে কালের বিরাম দিচ্ছে
অস্বস্তি জুড়িয়ে দিয়ে
আরও ভান, আরও দেহ যাপন দীর্ঘ হয়ে বেড়ায়
যেভাবে ললাটকে আরও রক্তপূর্ন ভালো লাগে
সেই লাল, সেই করজোড়ে
রাত্রিবাস করবে পলাতকেরা
স্পর্শ কামড়ানোর মতো করে
এই পাঁজর নতজানু হবে
কত আবছায়া অস্থিরতা গিলে
গোপন করবে অন্তঃসত্ত্বার মধুচন্দ্রিমা
(ছবিঃঅ্যালেনা শ্যামকোনাক )
No comments:
Post a Comment