Friday, 9 March 2018

কুসুমাগমের কবিতা ৯

Image result for abstract painting chinese  artist

ফাল্গুন
              -পিয়াল রায়

কাছে এসো,
খুব কাছাকাছি এলে পাখিদের গান
বেজে ওঠে সমতট জুড়ে
তুমি তো নিশ্চয়ই এটুকু বুঝেছো
নেই বললেও অনেককিছু তখনো থেকে যায়
যেমন ঝরা পাতার দিনেও লুকিয়ে থাকে
আসন্ন কিশলয় যুবতীবৃৃক্ষের

 কাছে এসো,
 খুব কাছে এলে  ভাষার আমূল অর্থ
স্পষ্ট হয়ে ওঠে
তুমি তো জানো
অবুঝ ভাষার ভিতরেও থেকে যায় অন্যকথাটি
যেমন খরতাপের দিনেও
মরুভূমি বুকে থাকে ফল্গুস্রোতা নদী

এসো তবে,
উদযাপন করি ঘরে ফেরা
নইলে উৎসবের এ আয়োজন বৃথা
যেভাবে বৃথা হয়
প্রতিমায় প্রাণদান চক্ষুদান ছাড়া



(ছবিঃ জুচেং হান )

No comments:

Post a Comment