Tuesday 16 June 2020

প্রাবৃষার অনুবাদ কবিতাঃ তাজা ক্রমবার্গারঃ স্লোভেনিয়া

Taja Kramberger: Pesmi univerzitetne umorjenke | Dnevnik

মানুষের উৎস হিসেবে থাকার জন্য 

আলোর উৎস হিসেবে থাকা, যখন ওরা তোমায় অবজ্ঞা করে চলেছে
আর দ্রবীভূত করে দিচ্ছে স্বাধীন শৃঙ্খলের ভারী শব্দে
মিষ্টি জলের সম্পদে।
আলোর উৎস হিসেবে থাকা, যখন ওরা তোমায় গিলে ফেলার চেষ্টা করছে
গহন রঞ্জন-রশ্মির সাহায্যে তুমি দেখতে পাচ্ছো ক্ষুধার্ত পিরানহা মাছেদের ব্লাডার
স্রোতের ভিতর তাদের গভীর চলাচল।
আলোর উৎস হিসেবে থাকা, যখন ওরা তোমায় শূন্যতায় ছুঁড়ে ফেলার চেষ্টা করছে
রাত্রির সমস্ত আলোকস্তম্ভে ওই অন্ধকার প্রচ্ছায়া, যখন
স্থিতিশীল বাম অংশে থেমে গিয়েছে গোচারণ
ডানে পূর্ণ রাত্রির অন্ধকার।
আর মধ্যভাগের কালো একটি রঙ
তাড়া করেছে আমাদের নতুন কাজের স্রোতকে
যাতে ওরা আলোর দিকে স্বার্থপরভাবে যেতে পারে।
একটি ভরন্ত ঘরে বোধগম্য এক ফাটল হিসেবে থেকে যাওয়া
মানুষের সামান্য ছোঁয়া-লাগা সামান্যতর এক শক্তিপ্রবাহে।


( তাজা ক্রমবার্গারের জন্ম স্লোভেনিয়ার লিউব্লিয়ানা নগরীতে, ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর। গত শতাব্দীর নয়ের দশকের মাঝামাঝি থেকে জড়িত রয়েছেন স্লোভেনীয় সাহিত্যের সমস্ত শাখার সাথে। )

(ছবিঃ Dnevnik) 

প্রাবৃষার কবিতা ১৬


Abstract Water Dragon Painting by Michelle Pier

উপশম
          -পারমিতা চক্রবর্ত্তী

যে ঠোঁটে ছুঁয়েছে ঈশ্বর
তারই মধ্যে কোন বিপন্নতা নেই

ইদানিং সব কিছুর মধ্যে  কেমন যেন আবেশ লেগে থাকে
জ্যোৎস্নাদাগ চুলের বিনুনিতে হাত বুলোয়
মেহেদী শরম এসে লাগে চিবুকে

ম্রিয়মান মুখখানি তুলে কেউ বলে
আরো এগিয়ে এসো , সঁপে দাও দেহখানি

তোমার চুলের গন্ধ আর বৃষ্টির জলের মাঝে কোন তফাৎখুঁজে পাই না
বুকের পশমে জমে থাকা অঙ্গীকার আলগোছে সরিয়ে রাখি  দাম্পত্য যত্নে

হাতে হাত রাখা মানেই দাম্পত্য নয়
চূড়ান্ত উপশমের নির্যাস

( ছবিঃ মিশেল পায়ার)

প্রাবৃষার কবিতা ১৫

Rain Reflection MEDIUM ABSTRACT #38 Painting by Lia Bobrovskaya ...





      -রাজেশ শর্মা 


যে কবিতা ভাতে বাড়ছে
তার পাশ দিয়ে চলে হাওয়াই খুশবু
আর মধ্যখিদের দ্বিপ্রহরে

ক্রমে দীর্ঘ হচ্ছে তোর ব্যঞ্জনধর্মিতা

(ছবিঃ লিয়া বভ্রবস্কায়া)


প্রাবৃষার কবিতা ১৪


Happiness 2 by artist Jai Srivastava – Abstract, Painting ...

খাঁচা
    -পিয়াল রায়

আড়ালে আড়ালে আমরা খোঁজ নিচ্ছি সবার
 নাড়াচাড়া করছি
আর কেঁপে যাচ্ছি ভিতর পর্যন্ত

কাঁপতে কাঁপতে
জমা দিচ্ছি খাতা
খাতায় আঁকা ফাঁকা মাঠ
ঝুলে ঝুলে দুলতে থাকা
ফাঁকা বিলকুল ফাঁকা প্রাচীন এক ঘন্টা

ঘন্টার গায়ে নালিশ
নালিশের গায়ে শীত ও বর্ষা
তরল গরল
একই ভাবে বাজে

লোকজন শোনে
মানে, যারা শুনতে চায়

কিছু মানুষ তবু এসব থেকে
দূরে ভেজা জমি নিংড়ে শুকোতে দেয়
ভোরের রোদ

 ঘন্টা বাড়ে, ঘোষণা বাড়তে থাকে
পরিচিত ভাবভঙ্গি মতোই

কোন্ এক অনতিক্রম বোধে
আড়ালে আড়ালে
পৃথিবী হয়ে ওঠে  ইস্পাতের খাঁচা

( ছবিঃ জয় শ্রীবাস্তব )

প্রাবৃষার কবিতা ১৩

Rain" Painting by Yuri Skrinnikov | Artmajeur


প্লে-ব্যাক
         -নীলিমা দেব

পাখি কচলে কচলে আকাশ মাটি

গলির মোড়ে আমাদের অর্ধনিমিত শুক্রবার
কালো রোদের গন্ধে বিবশ স্নান চুপ ভাঙে না জলের

ঘুমে নড়ে ওঠে না রাস্তার ডুয়েট
উড়ন্ত আগুনে থেঁৎলে যায় স্ক্রিপ্ট ও অন্যান্য

শব্দের আরাম নাগাল অব্দি সাহারা

ঘরে খালি পায়ে হেঁটে যাওয়া রাত-----ফুলস্টপ
রি-প্লে
জুম
রি-প্লে


তারপর জল খুঁটেখুঁটে খাই একা

রাস্তায় রাস্তায় মশারি
ভিতরে বেলা, বাইরে কলম্বাস






(ছবিঃ ইউরি স্ক্রিনিকভ) 

প্রাবৃষার কবিতা ১২

Exhibitions — Joan Mitchell The Last Paintings - Hauser & Wirth

গ্রামোফোন
               -মৌমিতা পাল

পথেরই নাবালক সন্তান
একরাশ অনুশোচনা
কৃশ বালকের ইচ্ছেতেই
একরাশ ভুল ইচ্ছে-অনুবাদ।

লণ্ডনে ছেলেটা অফিসফেরত পাবে যায়।
মাঝরাতে বাড়ন্ত ঘরে নিদ্রায় জলভ্রম
দেহ মনের সাধনে পেগের পর পেগ,
আনইনস্টলড হোয়াটসঅ্যাপে
কলের দেহাতি ধাঙ্গড়।
দশ বছরের চুরমার-দাম্পত্যের বোনের সাথে ঝগড়ায় পলি রেখে যায় নেশার নিদ্রা।

শুধু সে জানেনা ওর মুখ দেখবে বলে
এত মৃত্যু পার করেও বেঁচে থাকে জীবন,
বেঁচে থাকে মেঘের জঠরে গেরস্ত গোছের
গ্রামোফোন

(ছবিঃ জোয়ান মিশেল)



প্রাবৃষার কবিতা ১১

Death Of A Salesman Painting by Edward Paul


বরফ বৃক্ষের উচ্চারণ
                   - শিবু মণ্ডল    
১১।

এখন আমার অঢেল সময়

ঘরের সবটা জুড়ে শুধু পুতুল আর পুতুল

তাদের নড়াচড়া কথাবলা সুখদুঃখ

সব বেরিয়ে আসে সেলাই ফেটে সাদা তুলো



এত ফাটল আগে কেন নজরে আসেনি?



সুতোর মায়া ও সুচের যত্ন দিয়ে আমি তাদের সেলাই করে দিই

(ছবিঃ এডওয়ার্ড পল)