Monday, 9 December 2019

মৃগশিরার মাসের কবিতা ৭



সংসার 
        -নীলাদ্রি ভট্টাচার্য   
           
বিনষ্ট হলেও অতগুলো শীতের নীচে
খড় বাঁধা ভারহীন সুদূর  ...
বনাঁচল ঘেঁষে ওঠে

ঘর সংসার অফলা উনুন
নিয়মের অতর্কিত স্তূপ আসবাব
পরিচয় দিতে চায়

অভাবে চাপানো রোদের মাংস তুলে
ত্বকহীন সম্পর্কের অগ্নিকোণ ।

(ছবিঃ বেন নিকোলসন) 

No comments:

Post a Comment