একা
-দীপায়ন পাঠক
শ্যাওলার সাথে
কেমন যেন বন্ধুত্ব হয়ে গেছে
সূর্য্যের আলো কমে এলেও
ডাকে না কোন মুখ
হঠাৎ করে সন্ধ্যা নেমে এলে আর
নতুন করে হাওয়া ওঠে না
হেমন্ত বিকেলে কালো নৌকায়
ভাটিয়ালী গায় না মাঝি
শুকনো কাশফুলে পিঁপড়ের বাসার
অন্ধকার, ভাবায় না আর
এবার হয়তো একা থাকাও শিখে যাব
(ছবিঃ আর্শাইল গোর্কি)
No comments:
Post a Comment