Monday 9 December 2019

মৃগশিরার মাসের কবিতা ৯

Related image

প্রশ্ন 
          -প্রদীপ চক্রবর্তী

নেশাতুর তুমি | অপরিহার্য নেশার মতো
জলের মৃত ইনকাদের সভ্যতায়
এখনো লেগে আছে অতীত শীৎকার |
নেশাতুর কুহেলি পৃথিবীতে ,
সব কিছু ছায়াছায়া |
ঘন দেহান্তর ঘটেছে নেশার লালায়
তোমার আমার সূক্ষ্ম দ্রবণে ...


নেশাতুর তুমি |
দুমুঠো ভাতের গন্ধে আকাশেও দ্যাখো
খিদের অভিসার |
অথৈকে  অনল কোরকে রেখেছো |
নিজেকে পোড়ানোর ধোঁয়াময়  তূরীয়তা ...


এই বুঝি মনের প্রকোষ্ঠে কাটাছেঁড়া ...
তল থেকে ভেসে উঠে আসছে ,
মহাপৃথিবীর টানা ও পোড়েনে আছে
রকমপাড় নকশা , ডুরে , সহজাত কবিত্ব কুন্ডল !
যতবার তুমি  তাদের কাছে নিজেকে মেলে ধরেছো ,
 তারা তোমাকে নিঃস্ব করেছে স্বরচিত টাটকা রক্তের ধারায় ...


তুমি তো শেখোনি  ব্যবহারবিধি |  বহুদূরের বীজবোনা ,
জল দেওয়া ফসল আগলে রাখা মন |
দেশের রোদে হাঁটেন রাজরানী |
বেনেতির হরেক জিনিস |
একদিকে যখন এরকম কথা হয়
আবার অন্যদিকে তোমার আড়ালে তুমিই নিজেকে বিকিয়ে দাও ফের |
 অবিক্রিত নেশার পাচন তো দিয়েছে মন !


তবু আপৎকালে তরতাজা মেয়েটিকে কূটনোর মতো খন্ড খন্ড কুটলে কেন বাংলা কবিতার  মৃৎপাত্রে ,  দিশি রাজা অয়দিপাউস ?

(ছবিঃ মাইকেল করিন্নে) 

No comments:

Post a Comment