স্নায়ুগাছ
-রাজেশ শর্মা
এমন উপলব্ধির ভিতর
একটি গাছ হয়
মায়াময় একটি গাছ
তার শিকড় ছড়িয়ে পড়ে স্নায়ুতে
বিকেল ঘনিয়ে আসে
যে পাখি সারাদিন রৌদ্র খুঁটে খেয়েছিল
সে এসে বসেছে কোলায়
রাত্রি হচ্ছে
খিদে পাচ্ছে জলের মতন
তোমার ডানার ভিতর
ঘাপটি মেরে শুয়েছে ঘুম!
(ছবিঃ ব্যাসিলী ক্যান্ডিনস্কি)
No comments:
Post a Comment