Monday 9 December 2019

মৃগশিরার মাসের কবিতা ১০

Image result for abstract paintings by famous artists

ঘাতক 
          -নিলীমা দেব

দৃশ্য আমাকে দেখছে
যেমন করে আমি তোমাকেও দেখিনা নিখুঁত

শহরের  শরীর বেয়ে নেমে যায় আঙুল

 বেহুঁশ খেয়া

যে আমাকে গাইত সে  এখন গোধূলি গেয়ে কাত করে দেয় আগামীর ইতিহাস

খেয়া ঘুরালেই নাজেহাল রাজপথ চৌকো হয়ে ঢুকে যেতে চায় দাবাখানায়
মেহগিনির লোকাল পেরিয়ে  স্টেশনে আমাদের ঘর
যাকে আমরা খিদে ব’লে জানতাম…

জন্মের পা থেকে কুয়াশা ভাঙে ঈশ্বর

(ছবিঃ সামান্থা লেসলী)

No comments:

Post a Comment