Monday, 9 December 2019

মৃগশিরার মাসের কবিতা ১৬

Related image


নদী
       -পাপড়ি গুহ নিয়োগী




অন্ধ রাক্ষস ড্রেজিং এর কাজ পেয়েছে



পচা গলা রক্তে শকুনের নগ্ন নাচ

আত্মহত্যা চিৎকার করে তল চায়



তুমি রাষ্ট্র পরিচালিত নরকের কথা বলো

আমি অসুখের হাত ধরে সাঁকো হই



অবশেষে ঘুমিয়ে পড়ে নদী, কান্নার দাগ রেখে





রক্ত নিয়ে খেলা এদের জন্মগত অধিকার



প্রত্যক্ষদর্শী ভয়ের ভেতর দাঁড়িয়ে

নিজের মৃতদেহের সাথে নিজস্বী তুলছে



এখন আর নদীর ভেতর ডুবে মরা যায় না

(ছবিঃ জেরেমি ইওর্ডানোফ) 

No comments:

Post a Comment