লাল মাটি ও রং
-অ নু ঘো ষ
আমাদের বারান্দার রং এক। মাটির রং আলাদা হলেও দেয়ালে আমরা একই ছবি আঁকি। দূরবীনে লেগে থাকা দূরত্বটুকু একটু একটু করে এগিয়ে আসছে লাল আলোর মতো । যেন ভ্রূকুটি তে জেগে থাকা একটি শান্ত দ্বীপ। আর আমি সেই দ্বীপে শিকড়ে জড়ানো অরন্যা। ঠিক যেমনটা স্বপ্নে
ছিল ঠিক তেমন টাই বাস্তব। সেই বাস্তবকেই আগলে রাখে কাচের জানালা, গভীর চোখ, আর শান্ত দ্বীপে ভোর হয়ে ওঠা নরম সকাল। ইচ্ছে আর মানস সমার্থক বলে আমি রং ছড়াতে পারি। শীত, গ্রীষ্ম বর্ষা ঐ চোখেই আবার ঐ চোখে বসন্তও দেখি প্রতি মুহুর্তে
(ছবিঃ জাঁ লম্বার্ডি)
No comments:
Post a Comment